নিজস্ব সংবাদদাতাঃ মাল নদীতে হড়পা বানের ঘটনায় কেউ নিখোঁজ আছে কিনা, খোঁজ চালাতে গতকালও উদ্ধারকাজ চালিয়েছে এনডিআরএফ। এই মর্মান্তিক ঘটনার পর, আজ জলপাইগুড়িতে কার্নিভাল বাতিল করা হয়েছে। বুধবার রাতে বিসর্জন দেখতে, মাল নদীর পাড়ে ভিড় করেছিলেন কাতারে কাতারে স্থানীয় বাসিন্দা। অনেকে নদীখাতেও নেমে যান। এর মধ্যেই আচমকা ফুঁসে ওঠে মাল নদী। কেউ কিছু বোঝার আগে, জলের তোড় ভাসিয়ে নিয়ে যায় অনেককে। কেউ কেউ কোনওমতে দড়ি ধরে প্রাণে বাঁচার চেষ্টা করেন। অনেকে তাও পারেননি। তাদের ভাসিয়ে নিয়ে চলে যায় রুদ্রমূর্তি ধারণ করা মাল নদী।