নিজস্ব সংবাদদাতা: বিহারের কাটিহারে এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে মারধরের ফলে মৃত্যু হল অভিযুক্তের। কাটিহারের হাসনগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তিকে মৃত বলে নিশ্চিত করেন ডাক্তাররা। পুলিশ তদন্ত শুরু করেছে।