হরি ঘোষ, পাণ্ডবেশ্বরঃ গৌরবাজার এলাকায় বৃহস্পতিবার একাদশীর দিন দুর্গা নিরঞ্জনের জন্য এলাকায় বসে মেলা। গ্রামের মোট ১১ টি দুর্গা প্রতিমা একসাথে শোভাযাত্রার করে গ্রামের একটি ফুটবল ময়দানে। এখানে দেবী দর্শনের জন্য হাজার হাজার মানুষ ভিড় জমান। মেলা পরিণত হয় মিলনমেলায়। ২৫০ বছরের এই প্রাচীন মেলায় প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয় এই দিনে। গৌরবাজার অঞ্চলের প্রতিটি পুজো কমিটির প্রতিমার একাদশীতে ওই এলাকায় মিলন উৎসব হয়। এছাড়াও শারদীয়া উৎসবের শেষলগ্নে অঞ্চলের সমস্ত মানুষ এই উৎসবে মেতে ওঠেন। উৎসব শেষে দুর্গা প্রতিমা নিরঞ্জন হয়। গৌরবাজার মিলন উৎসব কমিটির সূত্রে জানা গিয়েছে, সমস্ত দল-মত নির্বিশেষে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিত্বে একটি শান্তি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সদস্যরা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই উৎসব সম্পন্ন হয় প্রতি বছরই।