নিজস্ব সংবাদদাতা : নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এর পর্বতারোহীদের একটি দল উত্তরকাশীতে তুষারধসে আটকা পড়ার দুদিন পর বৃহস্পতিবার আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে ইনস্টিটিউটের তরফে।বাইশ পর্বতারোহী এখনও নিখোঁজ রয়েছে বলে অনুমান।
নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (এনআইএম) অনুসারে, তুষারধসের প্রথমে চারটি দেহ উদ্ধার ও পরে আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করায় এখনও পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহের সংখ্যা নয়টিতে পৌঁছেছে। এর মধ্যে মধ্যে সাতটি প্রশিক্ষণার্থীর এবং দুটি দেহ প্রশিক্ষকের।