নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর : সবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হল। পুজোর পরই জঙ্গল মহলে ডেঙ্গুর প্রকোপ। এলাকা পরিষ্কার করার সঙ্গে গাপ্পি মাছ ছাড়ছে প্রশাসন। পুজোর সময় গোটা রাজ্য জুড়েই ভয় ধরাচ্ছে ডেঙ্গু। হু হু করে সংখ্যাটা বাড়ছে জঙ্গলমহল মেদিনীপুরেও। গত বছর যেখানে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১৩০ জন, সেখানে চলতি মরশুমে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৮৮ জন।
এদিন জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন-ই গড়ে ৬-৭ জন করে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতাল, খড়্গপুর মহকুমা হাসপাতাল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ মিলিয়ে চিকিৎসাধীন আছেন ১৬ জন ডেঙ্গু আক্রান্ত। তবে সর্বাধিক ঘাটাল মহকুমা হাসপাতালেই ৮ জন চিকিৎসাধীন আছেন এবং মেদিনীপুর মেডিক্যালে ৭ জন। খড়গপুরে ১ জনের চিকিৎসা চলছে। এর মধ্যেই, চলতি মরশুমে জেলায় প্রথম ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হল বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।