পুজো উদ্যোক্তাদের মন কেড়ে নিয়েছেন সেনা প্রধান

author-image
Harmeet
New Update
পুজো উদ্যোক্তাদের মন কেড়ে নিয়েছেন সেনা প্রধান



নিজস্ব সংবাদদাতাঃ তিনি এসেছিলেন, তিনি দেখেছেন এবং তিনি দুর্গাপূজার আয়োজকদের মন জয় করেছেন। ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিতা ইমপ্যাক্ট শারদ আনন্দের বাছাই করা সেরা পাঁচটি পুজো প্যান্ডেল পরিদর্শন করেন। পুজো উদ্যোক্তারা উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত হয়ে ওঠেন। চোরবাগান পুজো কমিটির জয়ন্ত থেকে শুরু করে রাজডাঙ্গা নবোদয় সংঘের মিহির দাস থেকে শুরু করে মুদিয়ালি ক্লাবের মনোজ সাউ, প্রত্যেকেই সেনার জেনারেলকে প্রত্যেকটি মণ্ডপের সম্পর্কে ব্যাখ্যা করতে পেরে আনন্দিত বোধ করেছেন।