নিজস্ব সংবাদদাতাঃ কাতারে হয়েছে ফিফা বিশ্বকাপের আয়োজন। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বেনজিরভাবে প্রতিবাদে সরব হয়েছে ফুটবল মহলের একাংশ। প্রতিবাদের একটা বড় অংশ রয়েছে ফ্রান্সে। এবার প্যারিস থেকেও এল কাতার বিশ্বকাপ বয়কট করার ডাক। প্যারিস ফ্রান্সের সর্বশেষ শহর হয়ে উঠেছে, যারা ঘোষণা করেছে যে তারা কাতারে আসন্ন বিশ্বকাপের জন্য জায়ান্ট স্ক্রিন এবং ফ্যান জোন স্থাপন করবে না। এতে আয়োজক দেশের মানবাধিকার ও পরিবেশগত উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। লিল, মার্সেই, বোর্দো, স্ট্রাসবুর্গ এবং রিমসও নৈতিক কারণে প্রতিযোগিতাটি বয়কট করছে।