নিজস্ব সংবাদদাতাঃ
মেষ : মার্চ ২১- এপ্রিল ১৯। এই রাশির জাতকেরা যে কোনও বিপদে নিজেকে যেমন রক্ষা করতে জানেন তেমনি অন্যকেও সবসময় সাহায্য করেন।
বৃষ : এপ্রিল ২০- মে ২০। এরা হঠাৎ কোনও বিপদে পড়লে সহজেই ঘাবড়ে যান। সিদ্ধান্ত নিতে পারেন না ওই মুহূর্তে কীভাবে মানুষকে সাহায্য করা যেতে পারে।
মিথুন : মে ২১- জুন ২০। এরা বিপদ দেখলে সবার প্রথমে নিজেকে নিয়ে ভাবেন বা নিজেকে বিপদ থেকে বের করার রাস্তা খোঁজেন। সেক্ষেত্রে যতই কাছের মানুষ থাকুক তাদের কথা পরে ভাবা যাবে।
কর্কট : জুন ২১- জুলাই ২২। কর্কট রাশির মানুষেরা কাছের মানুষের জন্য যে কোনও বিপদে ঝাঁপিয়ে পড়তে পারেন। এরা সাধারণত পরোপকারী প্রকৃতির হন।
সিংহ : জুলাই ২৩- অগাস্ট ২২। এরা সাধারণত উত্তেজিত প্রকৃতির হন। কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় চমৎকার শান্ত থাকেন। যুক্তিযুক্তভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে কাজ করেন।
কন্যা : অগাস্ট ২৩- সেপ্টেম্বর ২২। কন্যা রাশির মানুষেরা সাধারণত খুঁটিয়ে সবকিছু বিবেচনা করেন। তাই হঠাৎ কিছু ঘটলে এদের সামলে নিতে সময় লাগে।
তুলা : সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২। এরা কোনও এমার্জেন্সি দেখলে ভয় পেয়ে যান। তবে যেসব অবস্থা তাদের আয়ত্তে থাকে সেখানে এরা মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারেন।
বৃশ্চিক : অক্টোবর ২৩- নভেম্বর ২১। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা নিজের আয়ত্তের বাইরে কোন এমার্জেন্সি অবস্থায় পড়লে রেগে যান। নিজেদের ব্যর্থতা অন্যের ওপর চাপিয়ে দিতে চেষ্টা করেন।
ধনু : নভেম্বর ২২- ডিসেম্বর ২১। এরা সবকিছুই আগের থেকে নেগেটিভভাবে ভাবতে থাকেন তাই বিপদের আভাস এদেরকে খুব একটা চমক দিতে পারে না।
মকর : ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯। এরা সাধারণত অন্যের সাহায্যের জন্য প্রস্তুত থাকেন। ভেতরে ভেতরে ভয় পেলেও মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারেন বলে অনেকেই এদের সঙ্গ পছন্দ করেন।
কুম্ভ : জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮। পছন্দের মানুষ কোনও বিপদে পড়লে এরা সাংঘাতিক ইমোশনাল হয়ে পড়েন। তখন এরা খুব একটা যুক্তি দিয়ে কিছু ভাবতে পারেন না।
মীন : ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০। এরা বিপদের সময়েও ঠাট্টা-ইয়ার্কি করতে ছাড়েন না তাই অনেকেই খারাপ অবস্থায় এদের সঙ্গ চান না।