নিজস্ব সংবাদদাতাঃ ক্যারোলিন আর বার্তোজি, মর্টেন মেলদাল এবং কে. ব্যারি শার্পলেসকে যৌথভাবে রসায়নে নোবেল পুরষ্কার প্রদান করা হয়েছে। বলা হচ্ছে, তাঁদের গবেষণার জন্য ক্যান্সারের ওষুধের মান উন্নত করার পথ প্রশস্ত করেছেন। এ বিষয়ে বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের তরফে জানানো হয়েছে, 'অণুর গঠন সংক্রান্ত গবেষণার জন্য ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যারোলিন, ডেনমার্কের কোপেনগেহেন ইউনিভার্সিটির মেলডাল এবং ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ রিসার্চের গবেষক শার্পলেসকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।'