নিজস্ব সংবাদদাতাঃ ইমপ্যাক্ট শারদ আনন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করল পল্লী উন্নয়ন সমিতি। এ বছর ৬৮ তম পুজোয় পাতা দিয়ে মন্ডপ তৈরি করে সকলকে চমকে দিয়েছে এই ক্লাব। এ বছর তাঁদের থিম ছিল 'পত্রপাঠ'। ইমপ্যাক্ট শারদ আনন্দ ২০২২-এ এই ক্লাব প্রথম স্থান অধিকার করেছে।