নিয়মিত জেড ফেস রোলার ব্যবহার করলে কী কী উপকার হয় জানেন?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নিয়মিত জেড ফেস রোলার ব্যবহার করলে কী কী উপকার হয় জানেন?

​নিজস্ব সংবাদদাতাঃ   সাধারনত, নানা ক্রিস্টাল দিয়ে তৈরি হয় এই ফেস রোলার। কোনওটি রোজ কোয়ার্টজ, কোনওটি জেড, কোনওটি অ্যামিথিস্ট! তবে জেড ফেস রোলার খুব জনপ্রিয় আর সহজলব্ধ। তবে এই জেড ফেস রোলার সম্পর্কে নানা ভ্রান্ত ধারণা রয়েছে মানুষের মনে। সেগুলো কী, জানার আগে একবার জেনে নিন, জেড ফেস রোলারের উপকারিতা।















১। জেড ফেস রোলার দিয়ে মাসাজ করলে রক্ত সঞ্চালন ভালভাবে হয়, ফলে ত্বকে একটা অন্যরকম জেল্লা দেখা যায়।

২। অনেকেরই সাইনাসের সমস্যা থাকে। বিশেষজ্ঞদের দাবী, ফেস রোলার কপালের দু’পাশে বোলালে সাইনাসের সমস্যা অনেকটা কমে যায়। যেহেতু একটা হাল্কা চাপ পড়ে, কাজেই সাইনাস গ্ল্যান্ড পরিষ্কার হয় এবং যন্ত্রণা কমে।

৩। অনেকেই ফেসিয়াল অয়েল বা ময়শ্চারাইজার অথবা ফেস ক্রিম লাগিয়ে জেড ফেস রোলার দিয়ে মাসাজ করেন। এতে প্রোডাক্টটি মুখের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। এছাড়াও মাসাজের ফলে ত্বকের গভীর পর্যন্ত প্রোডাক্ট ঢোকে এবং ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায়।

৪। বিশেষজ্ঞদের দাবী, ফেস রোলার দিয়ে নিয়মিত মাসাজ করলে নাকি মেজাজ ফুরফুরে হয়ে ওঠে। আসলে এই ক্রিস্টালের ফেস রোলারগুলি ত্বকের সংস্পর্শে এসে বিক্রিয়া করে এবং আমাদের শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে শুরু হয়। ফলে ক্লান্তি কাটে ও মেজাজ ফুরফুরে হয়ে যায়।