নিজস্ব সংবাদদাতা: নিজেদের বন্ধনকে আরও দৃঢ় করে তুলতে চান? তাহলে বাজার থেকে প্রত্যেকদিন একটি করে গোলাপ আনুন আপনার মনের মানুষটির জন্য। দুই জনেরই একটি করে গোলাপ আনা উচিত। সারাদিনের কাজের পর পছন্দের মানুষের দেওয়া একটি গোলাপ মনকে ভালো করে দিতে পারে। যা আপনাদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে।