দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর: প্রবল বর্ষণ ও কাদা, তাও দর্শনার্থীদের ভিড় কমলো না মেদিনীপুরে। মেদিনীপুর শহরের বড় পুজো মণ্ডপ গুলির মধ্যে অন্যতম হল রাঙ্গামাটি সার্বজনীন। ৫৪তম বর্ষে এই মন্ডপে এবার থিম ভিনগ্রহের দেশে।পুরো সাদা শুভ্র এই বিশাল আকারের পুজো মণ্ডপ ভিনগ্রহের কাল্পনিক একটি বাসার রূপ দেওয়া হয়েছে। সাদা কাপড় থার্মোকল ও কাঠ প্লাই দিয়ে বিশাল আকারের এই মন্ডপ তৈরি হয়েছে মেদিনীপুর শহরের রাঙ্গামাটি মাঠে। শহরের বড় মন্ডপগুলি যা মানুষের মন কাড়ে তার মধ্যে এটা একটা অন্যতম। তাই পুরো মাঠ জুড়ে প্রচুর কাদা জল থাকলেও দর্শনার্থীরা কিন্তু সব ডিঙিয়েই ভিড় করেছেন এই মন্ডপে।
আয়োজকদের পক্ষ থেকে সুশান্ত ঘোষ বলেন, "পরিস্থিতি অনেকটা প্রতিকূল পরিবেশ তৈরি করেছে। কিন্তু দর্শনার্থীদের ভিড় সেভাবে কমেনি। খানিকটা খামতি হলেও একেবারেই ব্যর্থ হইনি আমরা।" পুরনো ও বড়ো নামকরা এই পুজোর মাঠে অনেক দোকানদার দোকান দিয়েছিলেন বিক্রির আশাতে। কিন্তু সবটাই এবার ব্যার্থ।দোকানদাররা জানান যে মাঠে দোকান দিতে গিয়ে মোটা টাকা দিতে হচ্ছে। কিনিতু সেখানে কোনো বিক্রি নেই৷ প্রচুর লোকসান হবে এবার৷