Don't Touch My Body বনাম 'মা ঘুগনি বানিয়ে দাও বেচবো'

author-image
Harmeet
New Update
Don't Touch My Body বনাম 'মা ঘুগনি বানিয়ে দাও বেচবো'

নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর: নন্দীগ্রামে জিতলেও মেদিনীপুরে হেরে গেল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। 'ডোন্ট টাচ মাই বডি'কে হারিয়ে বাজার দখল করল 'মা ঘুগনি বানিয়ে দাও বেচবো'। এই গেঞ্জি বিক্রি করতে পেরে ব্যবসায়ীরা যেমন খুশি, খুশি ক্রেতারাও । একদিকে যখন ষষ্ঠীর আনন্দে মেতে উঠছে বাংলা আর বাঙালি তার শ্রেষ্ঠ উৎসবে তখন এই শ্রেষ্ঠ উৎসবে জামা কাপড়ের বাজারে দখল রেখে ট্রেন্ড বজায় রাখল 'মা ঘুগনি বানিয়ে দাও বেচবো।' মূলত এবারের দুটো ডায়লগ ভাইরাল হয়েছিল পাবলিকদের মধ্যে। তার মধ্যে একটি ছিল 'ডোন্ট টাচ মাই বডি, আই এম মেল' যে বক্তব্যের অংশীদার ছিল বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। ​



 অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি বক্তব্য ট্রোল হয়েছিল সোশ্যাল মাধ্যমে সেটা হল 'মা ঘুগনি বানিয়ে দাও বেচব।' এই দুই বক্তব্যের ট্রোলড গত কয়েকদিন ধরেই সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এই ট্রোলের উপর কমেন্ট করতেও দেখা যায়। মুখ্যমন্ত্রীর ও বিরোধী দলনেতার বক্তব্যকে মিম ইতিমধ্যে পোশাকে দখল নিয়েছে। যেখানে ব্যবসায়ীরা এবছর তার সর্বাধিক বিক্রি করেছে 'মা ঘুগনি বানিয়ে দাও বেচবো গেঞ্জি'। গোলগলা এই গেঞ্জি শহরের আনাচে কানাচে সহ জেলার বিভিন্ন দোকানে শোভা পায়। যেখানে বিরোধী দলনেতার ট্রোল হওয়া বক্তব্য 'ডোন্ট টাচ মাই বডি, আই এম মেল' সে গেঞ্জির বাজারকে হারিয়ে বাজার দখলে রাখল 'মা ঘুগনি বেচবো'। আর তাতেই খুশির হাওয়া ব্যবসায়ী মহলে। উল্টো দিকে এই গেঞ্জি কিনে স্বস্তি ক্রেতা মহল।