থিম নয়, প্রাচীন রীতিতেই হচ্ছে প্রত্যন্ত গ্রামের পুজো

author-image
Harmeet
New Update
থিম নয়, প্রাচীন রীতিতেই হচ্ছে প্রত্যন্ত গ্রামের পুজো

সুমিত ঘোষ, মালদা: মালদা জেলার প্রত্যন্ত গ্রাম রামনগর। ইংলিশ বাজার শহর থেকে বেশ কিছুটা দূরে। শহরের মতো আলোকসজ্জা কিংবা থিমের পুজো নয়। প্রত্যন্ত এই গ্রামে আজও প্রাচীন রীতি রেওয়াজ মেনে হয়ে আসছে দুর্গাপুজো। এ বছর এই গ্রামে প্রায় ২৫টি পূজা হচ্ছে। প্রতিটি পুজোর সাথে জড়িত প্রাচীন রীতি। বসেছে সুবিশাল মেলা।

এই বিষয়ে জেলা ব্যবসায়ী নেতা তথা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান যে প্রতিবছরই এই গ্রামে প্রতিমা দর্শন করতে আসেন তারা। শহর থেকে কিছুটা দূরে প্রত্যান্ত এই গ্রাম। এবার এই গ্রামে প্রায় ২৫ টি দুর্গাপূজা হচ্ছে। পুজো ঘিরে বসেছে মেলা। তিনি আরো জানান যে গ্রামবাসীদের মিলিতভাবে আয়োজিত এই পুজোয় স্থানীয় বিধায়ক যথেষ্ট সাহায্য করেন তাদের।