নিজস্ব সংবাদদাতাঃ যখন আপনি কোনও ভেগান স্কিন কেয়ার প্রোডাক্ট, প্রসাধনী বা মেকআপ কিনবেন, অবশ্যই আরও একটি জিনিস খেয়াল রাখবেন, তাতে Leaping Bunny লোগো রয়েছে কি না। যেহেতু প্রতিটি ভেগান প্রোডাক্টই ‘ক্রুয়েলটি ফ্রি’ হয় অর্থাৎ পশু-পাখির উপরে এই প্রোডাক্টগুলো পরীক্ষা করা হয় না, কাজেই এই লিপিং বানি লোগোটি দেওয়া থাকে। এছাড়াও ভেগান মেকআপ বা প্রসাধনীতে কোনও প্রাণীজ উপকরণ ব্যবহার করা হয় না। উদাহরনস্বরূপ: বিওয়াক্সের বদলে করনৌবা ওয়াক্স বা পাম ওয়াক্স ব্যবহার করা হয়; কারমাইনের বদলে বিটের রস ব্যবহার করা হয়, গরু বা ছাগলের দুধের বদলে আমন্ড বা সোয়া মিল্ক ব্যবহার করা হয় ইত্যাদি।