হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : আজ মহানবমী, আর মহানবমীর দিন মাংস খাওয়ার রীতি রয়েছে বাঙালি সমাজে। এদিন সকাল থেকেই খনি অঞ্চল পাণ্ডবেশ্বরের বিভিন্ন খাসির মাংসের দোকানে দেখা গেল লম্বা লাইন । মাংসের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে প্রস্তুত ভোজন রসিক বাঙালি। আর এই সুযোগেই দাম বাড়লো খাসির মাংসের। এদিন খাসির মাংস ৬০০ টাকা কিলো থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু তাতেও কিছু যায় আসে না বাঙালির, কেননা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় প্রতিটি বাড়িতেই আসে অতিথি। আর অতিথি সৎকারের জন্য মহা নবমীর দিন মাংস প্রয়োজন । আর সে কারণেই পাণ্ডবেশ্বর এর কুমারডিহির মাংসের দোকানগুলিতে দেখা গেল সকাল থেকেই ভিড় জমিয়েছেন ক্রেতারা ।
মাংসের দোকানের এক কর্মচারী জানায়, এবারে বিক্রি খুব ভালোই, সকাল আট টা পর্যন্ত বিক্রি করেছেন ১৫ টি খাসি । বেলা বারোটা পর্যন্ত মাংস বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে । তিনি আশাবাদী বেলা বারোটা পর্যন্ত ৫০টির বেশি খাসি বিক্রি করতে পারবেন । অন্যদিকে, এক ক্রেতা জানান যে সকাল থেকে দু'ঘণ্টা দাঁড়িয়ে এখনো মাংস পাননি হাতে। আর মাংস নিয়ে যেতেই হবে বাড়িতে। তাই অপেক্ষা করতে প্রস্তুত তিনি । মহানবমীর দিন পাণ্ডবেশ্বরের খাসির মাংসের দোকানগুলিতে ক্রেতাদের লাইন দেখে অবাক হচ্ছেন অনেকেই।