নিজস্ব সংবাদদাতাঃ অনেক প্রসাধনীর বক্সেই আপনি উপকরণের তালিকার আশেপাশে দেখতে পাবেন ‘১০০% ন্যাচারাল’ কথাটি লেখা আছে। অনেক ব্র্যান্ড আছে, যারা দিব্যি এই কথাগুলো লিখে দেয় প্যাকেজিং বক্সে এবং পরে দেখা যায় সেই প্রসাধনী বা মেকআপটি আদৌ ‘ন্যাচারাল’ নয়ই! হয়ত প্রোডাক্টের মধ্যে ১% প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়েছে, কিন্তু তার পরেও অনেকেই নিজেদের প্রোডাক্টকে, বিশেষ করে প্রসাধনীতে ‘ন্যাচারাল’-এর তকমা এঁটে দেন। যে-কোনও প্রসাধনী বা মেকআপ কেনার আগে, খুঁটিয়ে খুঁটিয়ে উপকরণের তালিকাটি পড়ে নেবেন। আপনি নিশ্চয়ই চান না, একগাদা দাম দিয়ে কোনও প্রোডাক্ট কিনে আপনি ঠকে যান। আর ‘ন্যাচারাল’ প্রসাধনী বা মেকআপ কিনে লাগিয়ে যদি ত্বকে সমস্যা হয়, তখনও একটি অবাঞ্ছিত পরিস্থিতি সৃষ্টি হবে।