নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ তমলুক ব্লকের রামতারক -পাঁশকুড়া গ্রামীনে রাস্তায় হরশঙ্কর গ্রামের গ্রামীন রাস্তা বেহাল। বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি। অষ্টমীর সন্ধ্যায় যখন প্রবল বর্ষণের কারণে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে পড়ে যায় দুই ব্যক্তি। এরপরে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে এবং ওই গুরুত্বপূর্ণ রাস্তা কেটে বিক্ষোভ দেখাতে শুরু করে।
এর জেরে ৮ থেকে ৯টি গ্রামের মানুষ ঠাকুর দেখতে গিয়ে ওই বিক্ষোভের মধ্যে আটকে পড়ে। প্রায় তিন ঘণ্টা কেটে গেলেও এখনো বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে তমলুক থানার বিশাল পুলিশ গিয়ে হাজির হয়। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনের আশ্বাস যতক্ষণ না মিলবে ততক্ষণ বিক্ষোভ চলবে। পুজোর মুখে প্রায় তিন ঘন্টার অবরোধে জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।