বাংলা ক্যালেন্ডার মেনে সুইজারল্যান্ডে দুর্গাপুজো

author-image
Harmeet
New Update
বাংলা ক্যালেন্ডার মেনে সুইজারল্যান্ডে দুর্গাপুজো

নিজস্ব সংবাদদাতা : বিদেশির মাটিতে দুর্গাপুজো, তাও আবার বাংলা ক্যালেন্ডার মেনে, একেবারে কলকাতার ধাঁচে। প্রতিমা গড়া হয় তিলোত্তমার কুমারটুলিতে। কলকাতা থেকে প্রতিমা নিয়ে যাওয়া হয় দক্ষিণ সুইজারল্যান্ডে। কলাবউ স্নান থেকে কুমারী পুজো, সবটাই হয় ক্যালেন্ডার মেনে। দক্ষিণ সুইজারল্যান্ডের লেক জেনেভার লসানে হয় এই দুর্গাপুজো। ফ্রেঞ্চ ভাষাভাষী মানুষের মধ্যেও জনপ্রিয় দুর্গাপুজো।