নিজস্ব প্রতিনিধি-৩রা অক্টোবর, সোমবার আফগানিস্তানের কাবুলের শহীদ মাজারি রোডে পুল-ই-সোখতা এলাকার কাছে আত্মঘাতী বোমা হামলায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা জানা গিয়েছে, অন্ততপক্ষে ৫৩ জন নিহত হয়েছে বলে সুত্রের খবর।
নিহত ৫৩ জনের মধ্যে ৪৬ জন মেয়ে ও নারী রয়েছে বলে জানা গেছে।কাবুলের পিডি ৬ এলাকার পশ্চিমে দুপুর ২টোর সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।