কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক

author-image
Harmeet
New Update
কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : দুর্গাপুজোর আগে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ছোট ছোট ছেলে মেয়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেদিনই তিনি কথা দিয়েছিলেন এবারের পুজোয় এলাকার স্বাভাবিকভাবে অক্ষম ছেলেমেয়েদের বাসে করে খনি অঞ্চলের বিভিন্ন পুজো মণ্ডপ ও দেবী দর্শন করাবেন। সেই মোতাবেক অষ্টমীর দিন সকাল বেলা বিধায়কের নির্দেশে বেশ কয়েকজন সক্রিয় তৃণমূল কর্মী বাসে করে এলাকার অক্ষম ছোট ছোট ছেলে মেয়েদের ও তাদের অভিভাবকদের নিয়ে বেরিয়ে পড়েন খনি অঞ্চলের পুজা মন্ডপ ও দেবী দর্শন করানোর জন্য। পাণ্ডবেশ্বর বিধানসভার প্রায় সমস্ত পুজো মন্ডপ ও দেবী দর্শন করানো হয় এদিন।স্বাভাবিকভাবে অক্ষম ছেলেমেয়েরা যা কখনো কল্পনাও করতে পারেনি তাই যেন সত্যি হলো বিধায়কের উদ্যোগেই । যারা একটু হাঁটতেও সমস্যা বোধ করে, তারা এবারে দুর্গা পুজোয় খনি অঞ্চলের সমস্ত পূজা মন্ডপ ও দুর্গা দর্শন করল। এটা তাদের কাছে বিরাট প্রাপ্তি বলে জানায় তারা ।পুজো মন্ডপ ঘুরতে ঘুরতে পাঁচটি আসে পান্ডবেশ্বর বিধানসভার মাধাইপুর কোলিয়ারি পুজো মন্ডপ দেখতে । পুজো পরিক্রমার বাস সেখানে আসতেই, গোগলা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম ঘোষ স্বাভাবিকভাবে অক্ষম ছেলে মেয়েদের তাদের মন্ডপে স্বাগত জানায় । সারাদিন দেবী দর্শন করে তাদের ক্লান্তি দূর করার জন্য সমস্ত ছেলে মেয়েদের জন্য টিফিন ও ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা হয়েছিল।