নিজস্ব সংবাদদাতা : ছয়টি রাজ্যের সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করলো ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। ফলাফল ঘোষণা করা হবে ৬ নভেম্বর।যে সাতটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে তা হল মহারাষ্ট্রের আন্ধেরি পূর্ব, বিহারের মোকামা এবং গোপালগঞ্জ, হরিয়ানার আদমপুর, তেলেঙ্গানার মুনুগোদে, উত্তরপ্রদেশের গোলা গোক্রনাথ এবং ওড়িশার ধামনগর।
এই নির্বাচনের জন্য গেজেট বিজ্ঞপ্তি ৭ অক্টোবর জারি করা হবে এবং আদর্শ আচরণবিধিও অবিলম্বে কার্যকর হবে বলে ইসিআই জানিয়েছে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৪ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। ভোট গণনা হবে ৬ নভেম্বর।