নিজস্ব প্রতিনিধি- আফগানিস্তানের রাজধানী কাবুলের শিক্ষা কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ইতিমধ্যেই ৪৩ জনে দাঁড়িয়েছে।সেই সঙ্গে প্রায় ৮৩ জন আহত হয়েছে যাদের প্রধান শিকার মেয়ে ও যুবতী নারী।
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) অনুসারে, হাজারা পাড়ায় শুক্রবারের কলেজ বোমা হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।হামলায় ইনস্টিটিউটের প্রায় ১০০ ছাত্র নিহত হয়েছে বলে একাধিক মিডিয়া দাবি করছে তবে ইউএনএএমএ বলেছে যে কাবুলে তার মানবাধিকার দলগুলি হাজরা পাড়ায় কলেজ হামলার সঠিক রেকর্ড স্থাপনে সহায়তা করছে।