নিজস্ব সংবাদদাতা : গুরুতর অসুস্থ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুসায়ম সিং যাদব। বর্তমানে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুব গুরুত্বপূর্ণ।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে ছেলে অখিলেশকে ফোন করেন উত্তরপ্রদেসের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকি মেদান্ত হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা হয়েছে তার।