নিজস্ব সংবাদদাতাঃ মিন্টো রোড কালী মন্দির দিল্লির অন্যতম প্রাচীন দুর্গা পূজার আয়োজন করেছে মিন্টো রোড পূজা সমিতির আয়োজক কমিটি। তারা এই বছর ৮২ বছরে পদার্পন করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম পশ্চিমবঙ্গের এই কমিটির শিল্পীদের সাথে কথা বলেছিল যাঁরা শুক্রবার বিকেলে প্যান্ডেলে প্রতিমাগুলিতে সমাপ্তি ছোঁয়া দিচ্ছিল। এক শিল্পী বলেন,'এই সমস্ত মূর্তিগুলি বালি দিয়ে তৈরি এবং শোলাপীঠ নামক এই সামগ্রীতে হাত দিয়ে সাজসজ্জা করতে হয়।'