পুজো পরিক্রমাঃ সপ্তমীর সন্ধ্যায় প্রগতী সংঘে

author-image
Harmeet
New Update
পুজো পরিক্রমাঃ সপ্তমীর সন্ধ্যায় প্রগতী সংঘে

নিজস্ব সংবাদদাতাঃ চলছে পুজো পরিক্রমা। বৃষ্টির কারণে ষষ্ঠীর সন্ধ্যায় রাস্তায় কমেছিল মানুষের ভিড়। সপ্তমীতে তাই বাড়তি উৎসাহ। মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। নজর কাড়ছে প্রগতী সংঘের পুজো। এ বছর তাদের দুর্গা পুজোর থিম 'স্বর্ণ যুগ'- সুরে সুরে পুজোর সন্ধ্যায়।