পশ্চিম মেক্সিকোর দিকে ধাবিত হচ্ছে হারিকেন অরলিন

author-image
Harmeet
New Update
পশ্চিম মেক্সিকোর দিকে ধাবিত হচ্ছে হারিকেন অরলিন

নিজস্ব সংবাদদাতাঃ ক্যাটাগরি ৪ হারিকেন অরলিন পশ্চিম মেক্সিকোর দিকে এগিয়ে আসছে। যেখানে এটি প্রাণঘাতী বন্যার কারণ হতে পারে বলে আশঙ্কা ন্যাশনাল হারিকেন সেন্টারের। হারিকেনটি ১৩০ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস বহন করছে। 

রবিবার সকালে মেক্সিকোর লাস ইসলাস মারিয়াস থেকে প্রায় ১৭৫ মাইল দক্ষিণে ৭ মাইল বেগে উত্তর দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর। লাস ইসলাস মারিয়াস - মূল ভূখন্ডের উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে একটি দ্বীপপুঞ্জ - রবিবার রাতের মধ্যে হারিকেনটির মুখোমুখি হবে বলে অনুমান করা হচ্ছে। অরলিন সোমবার বা সোমবার রাতে মেক্সিকোর মূল ভূখন্ডের উপকূলে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে।