পার্থ কাণ্ডের জেরে ব্রাত্য নাকতলা উদয়ন সংঘের পুজো!

author-image
Harmeet
New Update
পার্থ কাণ্ডের জেরে ব্রাত্য নাকতলা উদয়ন সংঘের পুজো!

​নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সন্ধ্যায় 'বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২২'-এর ব্যানারে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ ৩৫টি সেরা কমিউনিটি পূজার নাম প্রকাশ করা হয়। যদিও এই তালিকায় নাকতলা উদয়ন সংঘ এই তালিকায় কোথাও ছিল না। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকার 'বিশ্ব বাংলা শারদ সন্মান' শুরু করার পর থেকেই নাকতলা উদয়ন সংঘ সর্বদা শীর্ষ তিনে স্থান করে নিয়েছিল।  



নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, 'হঠাৎ মনে হচ্ছে আমাদের পুজো অচ্ছুৎ হয়ে পড়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারি যে পার্থ চ্যাটার্জির অনুপস্থিতি (যিনি বর্তমানে জেলে আছেন) পুজোর জন্য কোনও পার্থক্য করে না। কিন্তু বাস্তবে তার অনুপস্থিতি গুরুত্বপূর্ণ। সর্বোপরি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দ্বিতীয় ব্যক্তি ছিলেন, রাজ্য মন্ত্রিসভা এবং দলের উভয় ক্ষেত্রেই।'