গম ও ভুট্টার চিপস দিয়ে তৈরি মা দুর্গার মূর্তি

author-image
Harmeet
New Update
গম ও ভুট্টার চিপস দিয়ে তৈরি মা দুর্গার মূর্তি

​নিজস্ব সংবাদদাতাঃ জোয়ার-বাজরা দিয়ে তৈরি করা হয়েছে মা দুর্গার মূর্তি। শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। তবে মা দুর্গার এই মূর্তি দেখতে চাইলে আপনাকে যেতে হবে বিহারের পাটনায়। রাজধানী পাটনায় দুই ভাস্কর ভাইয়ের যুগলবন্দি এ বার মা দুর্গার মূর্তি তৈরি করেছে।  



জিতেন্দ্র কুমার এবং চন্দন কুমার উভয় ভাইই পাঁচ ধরনের দুর্গা প্রতিমা প্রস্তুত করেছেন। তাদের বিশেষত্ব হল যে তাদের মধ্যে মাটি ব্যবহার করা হয়নি। প্রতিমাটি গম এবং ভুট্টার চিপস অর্থাৎ কর্ন ফ্লেক্স দিয়ে তৈরি করা হয় । পাঁচ হাজার ভিন্ন রঙের লিপস্টিক ব্যবহার করে একটি প্রতিমা তৈরি করা হয়েছে।