পদত্যাগ করেছেন বিহারের কৃষিমন্ত্রী সুধাকর সিং। এই খবর প্রকাশ হওয়ার পরেই জগদানন্দ সিং সংবাদ মাধ্যমে বলেছেন, "কাউকে না কাউকে কৃষকদের পক্ষে দাঁড়াতে হবে এবং তাদের প্রতি যে অবিচার করা হচ্ছে তা নির্মুল করতে হবে। মান্ডি আইন (এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং কমিটি অ্যাক্ট) হত্যা করার মাধ্যমে রাজ্যের কৃষকদের ধ্বংস করা হয়েছে।"