Durga Puja: শ্রীরামপুর রাজবাড়ির দুর্গাপুজোয় আসতেন মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাশ থেকে সুভাষ বসু

author-image
Harmeet
New Update
Durga Puja:  শ্রীরামপুর রাজবাড়ির দুর্গাপুজোয় আসতেন মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাশ থেকে সুভাষ বসু

 নিজস্ব সংবাদদাতাঃ বনেদী বাড়ির দুর্গাপুজোর প্রসঙ্গ উঠবে আর গোস্বামী বাড়ির কথা হবে না তা কী কখনও হয়? বলা হয় গোস্বামী বাড়ির দুর্গাপুজোয় গান গাইতে আসতেন অ্যান্টনি ফিরিঙ্গী, ভোলা ময়রা থেকে বাগবাজারের রূপচাঁদ পক্ষীর দল। বলতে গেলে একসময়ে এই শ্রীরামপুর রাজবাড়ির দুর্গাপুজোয় বসত চাঁদের হাট। বহু যুগ আগে এই বাড়িতে যাতায়াত ছিল মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাশ থেকে সুভাষ বসু বিধান রায়ের। 





পরিবারের প্রতিষ্ঠাতা রামগোবিন্দ গোস্বামীর নাতি হরিনারায়ণ গোস্বামীর আমলে শুরু হয় পুজো। পরে মূল বসতবাড়ির অনুকরণে প্রাসাদ সংলগ্ন ঠাকুরদালানে রঘুরাম চালু করেন জাঁকিয়ে দুর্গাপুজো। এখানে বৈষ্ণব মতে পুজো হয়। রথের দিন কাঠামো পুজো হয়।