নিজস্ব সংবাদদাতাঃ আজ মহাসপ্তমী। দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে শহর থেকে গ্রাম। তবে আপনি কি জানেন যে একসময়ে মহানন্দার জলে ইটাহারের জমিদারবাড়ি ভেসে গিয়েছিল? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা যায়, ইটাহারের চূড়ামন এলাকায় বাস ছিল জমিদার রায় চৌধুরীদের।
সেখানেই ঘটা করে দেবী দুর্গার আরাধনা হত। যদিও মহানন্দা নদীর গ্রাসে চলে যায় রাজবাড়ি। এরপর নতুন করে রাজবাড়ি তৈরি করা হয় ভুপালপুরে। তারপর ভূপালপুরের রাজপ্রাসাদে শুরু হয় দুর্গাপুজোর রীতি। জমিদারি ছিল কৃষ্ণচন্দ্র রায়চৌধুরীর। তাঁর স্ত্রী দুর্গাময়ী চৌধুরানি ১৩৩৫ সালে চূড়ামনে দুর্গোৎসবের সূচনা করেন।