শুঁড়ে তুলে আছাড় মেরে লাথি! বোধনেই হাতির হানায় মৃত্যু

author-image
Harmeet
New Update
শুঁড়ে তুলে আছাড় মেরে লাথি! বোধনেই হাতির হানায় মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ বোধনের দিনেই হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পিড়াকাটা এলাকায়। নিহত ব্যক্তির নাম কোচেন পাতর (৪০)। বাড়ি পিড়াকাটার জামিরগোট এলাকায়। স্থানীয় এবং বন দফতর থেকে জানা গিয়েছে, ৪০ টি হাতির একটি পাল ওই এলাকার জঙ্গলে প্রবেশ করেছিল। 

শনিবার সন্ধ্যায় জঙ্গল ছেড়ে চাষের জমিতে ঢুকে পড়েছিল হাতি। সেই সময় এলাকার বাসিন্দারা হাতিদের জঙ্গলে ফেরত পাঠানোর জন্য তাড়াতে গিয়েছিলেন। হাতির পালটিকে জঙ্গলে ফেরত পাঠালেও একটি হাতি পেছনে রয়ে গিয়েছিল। অভয়ার জঙ্গলে হাতির পালকে পাঠিয়ে বাড়ি ফেরার সময় ওই হাতিটির সম্মুখে পড়ে যান কোচেন-সহ আরও তিনজন। বাকিরা জঙ্গল পথ দিয়ে পালাতে সক্ষম হলেও কোচেন পালাতে পারেননি। তাকে শুঁড়ে ধরে আছাড় মেরে পা দিয়ে লাথি মারে বলে জানা গিয়েছে। বন দফতরের কর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভও সৃষ্টি হয়েছে এলাকায়। হাতির পালটিকে অন্যত্র সরানোর চেষ্টা করছে বন দফতর।