কলম্বোয় উচ্চ নিরাপত্তা বলয় বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

author-image
Harmeet
New Update
কলম্বোয় উচ্চ নিরাপত্তা বলয় বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

নিজস্ব সংবাদদাতাঃ  শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী রনিল বিক্রমসিংঘে একটি গেজেট জারি করে হাই-সিকিউরিটি জোন ঘোষণা করার আদেশ বাতিল করেন বলে জানা যায়। এর আগে গত ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কলম্বোর একাধিক এলাকাকে হাই-সিকিউরিটি জোন হিসেবে ঘোষণা করে। 



Sri Lanka : Sri Lanka President revokes the order issued declaring high  security zones