সাধুর পরামর্শে বাড়ি বদল, শুরু হয় দুর্গাপুজো

author-image
Harmeet
New Update
সাধুর পরামর্শে বাড়ি বদল, শুরু হয় দুর্গাপুজো

নিজস্ব সংবাদদাতাঃ কথিত রয়েছে, এক সাধুর পরামর্শ অনুযায়ী বাড়ি বদল করেছিলেন রামমোহন বিশ্বাস। দিগনগর ছেড়ে তিনি চলে আসেন মানকরে। সেখানে শুরু করেন দুর্গাপুজো। যা আজ প্রায় ৩৫০ বছরের পুরনো। 


কাকতালীয়ভাবে দুর্গাপুজো করার কিছু পরেই সন্তান লাভ করেছিলেন তিনি। রামমোহনের বিশ্বাস ছিল মা দুর্গার কৃপায় হয়েছে সন্তান লাভ। তাই সন্তানের নাম রেখেছিলেন দুর্গাপতি।