নিজস্ব সংবাদদাতা : শনিবার থেকে আটটি শহরে পাওয়া যাবে এয়ারটেলের 5G পরিষেবা।চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে এমনই ঘোষণা করেছেন।ভারতী এয়ারটেল দেশে 5G পরিষেবা চালু করা প্রথম সংস্থা হয়ে উঠেছে।
মিত্তাল বলেন,"যখন আপনি (প্রধানমন্ত্রী) আজ 5G চালু করবেন, ৮ টি শহরে পাওয়া যাবে এয়ারটেলের 5G পরিষেবা। পরিষেবা মিলবে দিল্লি, মুম্বাই, বারাণসী, ব্যাঙ্গালোর এবং অন্যান্য শহরে।"