নিজস্ব সংবাদদাতাঃ সারা দেশে নবরাত্রি উদযাপিত হয়। দেশের নানা প্রান্তে বিভিন্ন ভাবে দেবী দুর্গার পুজো হচ্ছে। তবে আপনি কি জানেন যে অন্ধ্রপ্রদেশের দেবী ভাসাভি কন্যাকা পরমেশ্বরীর ১৩৫ বছরের পুরনো একটি মন্দির নবরাত্রির জন্য প্রায় ৬ কোটি টাকার নোট এবং সোনার অলঙ্কার দিয়ে সজ্জিত করা হয়? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এখানে দেবীকে ৬ কেজি সোনা, ৩ কেজি রৌপ্য এবং ৬ কোটি টাকা মুদ্রা দিয়ে সজ্জিত করা হয়। মন্দিরটি প্রায় দুই দশক ধরে দশেরার সময় দেবীকে সোনা ও নগদ অর্থ দিয়ে সজ্জিত করার ঐতিহ্য পালন করে আসছে। দশেরার সময় প্রায় দুই দশক ধরে এই মন্দিরে দেবীকে সোনা ও নগদ টাকা দিয়ে সাজানোর ঐতিহ্য চলছে।