নিজস্ব সংবাদদাতা : উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলে কেদারনাথ ধামের কাছে তুষার ধসের ঘটনা ঘটেছে।তবে মন্দিরের কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয়।তথ্য অনুসারে, কেদারনাথের পিছনের বিশাল হিমবাহটি গত মাস থেকে দ্বিতীয়বার ভেঙে পড়েছে এবং দূর থেকে জলাশয়ের মতো দেখা দিয়েছে।এর আগে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় কেদারনাথ ধামে চোরাবাড়ি হিমবাহের ক্যাচমেন্টে তুষারপাত হয়েছিল।চোরাবাড়ি হিমবাহ কেদারনাথ মন্দিরের পিছনে প্রায় ৫ কিমি দূরে অবস্থিত। গত কয়েকদিন ধরে রাজ্যটিতে প্রবল বৃষ্টি হচ্ছে।