নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশজুড়ে শুরু হল জিও-র ৫জি পরিষেবা। এদিন মোট ১৩টি শহরে এই ৫জি পরিষেবা শুরু হয়েছে। শনিবার টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 'আগামী ৬ মাসের মধ্যে ২০০টিরও বেশি শহরে ৫জি সেবা পাওয়া যাবে, আগামী ২ বছরের মধ্যে দেশের ৮০-৯০ শতাংশ শহরে ফাইভ-জি সেবা সহজলভ্য করার চেষ্টা করা হচ্ছে। বিএসএনএল আগামী বছর ১৫ ই আগস্টের পরে ৫জি পরিষেবা সরবরাহ করবে। ৫জি-ও সাশ্রয়ী মূল্যের হবে।'