আদরযাপনের আগে এই কথা ভুলবেন না যেন!

author-image
Harmeet
New Update
আদরযাপনের আগে এই কথা ভুলবেন না যেন!

​নিজস্ব সংবাদদাতাঃ সেক্স ইন শাওয়ার: যতই রোম্যান্টিক শোনাক না কেন, বাস্তবে স্নানের সময় মিলিত হওয়ার অভিজ্ঞতা কিন্তু খুব একটা সুখের নয়। তার অন্যতম প্রধান কারণ, জল সাধারণত অ্যান্টি-লুব্রিক্যান্ট। তার উপর দাঁড়িয়ে সম্ভোগ করাটাও খুব একটা আরামদায়ক নয়।