তিবত্তের মুক্তির দাবি, চীনা দূতাবাসের বাইরে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
তিবত্তের মুক্তির দাবি, চীনা দূতাবাসের বাইরে বিক্ষোভ



নিজস্ব সংবাদদাতা: চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ তিব্বতিয়ান যুবকদের। চীনের থেকে তিব্বতকে মুক্ত করার দাবি নিয়ে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালো একদল তিব্বতিয়ান যুবক।

your image

 তাদের তরফে বলা হয়, "আমরা তিব্বতকে মুক্ত করার দাবি জানাই এবং ভারত সরকার এই দাবিতে আমাদের সমর্থন করে। চীনকে থামাতে হবে"।
your image