নিজস্ব প্রতিনিধি-বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন বাঙালিরা।প্রবাসে বসেও শারদীয় উৎসবে মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা। জার্মানির এরলাঙ্গেন শহরে প্রবাসী বাঙালিরা দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত।
সেখানে থাকা তিন বাঙালি পরিবার মিলে দুর্গা পুজো করেন।তবে ভারত থেকে সেখানে প্রতিমা নিয়ে যাওয়া হয় না, জার্মানিতেই সাবেকি ধাঁচে তৈরি করা হয় দেবীর প্রতিমা। রীতিমতো কাঠামো তৈরি করে তার উপর মাটি লেপে প্রতিমার রূপ দেন প্রবাসী বাঙালিরা।সেইসঙ্গে মণ্ডপে রূপসজ্জার কাজও করেন সেই তিন পরিবারের লোকজনেরা এবং সেখানের বাঙালি পড়ুয়ারা।