নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের চার্জ ডি'অ্যাফেয়ার্স কারেন ডেকার শুক্রবার কাবুলের শিক্ষাকেন্দ্রে বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে বলেন, ১৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং সব শিক্ষার্থীকে শান্তিতে ও নির্ভয়ে শিক্ষা গ্রহণ করতে সক্ষম হতে হবে।
এই হামলাকে একটি লজ্জাজনক সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে মার্কিন চার্জ ডি'অ্যাফেয়ার্স এক টুইট বার্তায় বলেছে, 'কাজ হায়ার এডুকেশনাল সেন্টারে আজকের হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পূর্ণ একটি কক্ষকে লক্ষ্য করে হামলা চালানো লজ্জাজনক; সকল শিক্ষার্থীকে শান্তিতে এবং ভয় ছাড়াই শিক্ষা গ্রহণ করতে সক্ষম হতে হবে।