নিজস্ব সংবাদদাতাঃ বাঙালি বরাবরই শিল্প সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এসেছে। বাঙালি বলতেই প্রথমে মনে আসে বাংলার সংস্কৃতি। আর এই সংস্কৃতির জন্যই 'বাংলা' সারা বিশ্বে পরিচিত। বাঙালি তাই তার শৈল্পিক দক্ষতা এবং কর্মক্ষমতাকে তাই তাদের কাজের মাধ্যমে প্রায়শই প্রকাশ করে থাকে। বাঙালি জাতি তাই নিঃসন্দেহে সংস্কৃতি মনস্ক এবং প্রতিভাশীল। প্রায় সবক্ষেত্রেই তাই বাঙালি তার প্রতিভার স্বাক্ষর রেখে যায়। তেমনই একটি অন্যতম ক্ষেত্র হল দুর্গাপুজার বিভিন্ন সাজসজ্জা। বেশ কয়েক বছর ধরে "থিম" করে দুর্গাপুজা করার রীতি প্রচলিত আছে। তা সে শহর হোক বা শহরতলি সর্বত্রই থিমের রমরমা। প্রতি বছরের ন্যায় এ বছরও নিজেদের থিমে চমক রেখেছে বৃন্দাবন মাতৃমন্দির। এবারে তাঁদের থিম 'শ্রী শ্রী দেব্যৈ নমঃ'।
উত্তর কলকাতার পাড়াগুলোর যে নিজস্ব বৈশিষ্ট্য আছে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এবারের থিমে। এবারে বৃন্দাবন মাতৃমন্দিরের পুজোর বাজেট ৮ লক্ষ টাকা। টলিউডের অভিনেতা জিতু কামাল এসেছিলেন বৃন্দাবন মাতৃমন্দিরের পুজোতে। পুজো মণ্ডপের মধ্যে দর্শকদের জন্য উত্তর কলকাতার পাড়ার ঐতিহ্য তুলে ধরেছেন বৃন্দাবন মাতৃমন্দির পুজো কিমিটি।