পুজোর মরশুমেও চলবে দুর্নীতি মামলার তদন্ত, বাতিল সিবিআই অফিসারদের ছুটি

author-image
Harmeet
New Update
পুজোর মরশুমেও চলবে দুর্নীতি মামলার তদন্ত, বাতিল সিবিআই অফিসারদের ছুটি

নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরুপাচার ও কয়লাপাচার মামলায় একযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই। একাধিক প্রভাবশালীকে গ্রেপ্তারও করা হয়েছে। উৎসবের মরশুমে যাতে কোনওভাবেই তদন্তের গতি না কমে তাই এবার বাতিল হল সিবিআই আধিকারিকদের ছুটি। পুজোর মাঝেও চলবে দুর্নীতি কাণ্ডের তদন্ত। কয়লা পাচার, গরুপাচারের অভিযোগ উঠছিল বহুদিন ধরে। শিক্ষক নিয়োগে বেনিয়ম হয়েছে এমনটাও দাবি করছিলেন বহু চাকরীপ্রার্থী। রাস্তায় নেমেছিলেন তাঁরা। ঘটনায় জল গড়ায় আদালত পর্যন্ত। একে একে কয়লাপাচার, গরুপাচার ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার পায় সিবিআই। আদালতের নির্দেশ মেনে তদন্তে ঝাঁপিয়ে পড়েন আধিকারিকরা। শুরু হয় তল্লাশি-জেরা।  


সিবিআই সূত্রে খবর, পার্থ–অর্পিতা–অনুব্রত–সায়গল ছাড়াও জেরার তালিকায় রয়েছেন এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। মানিক ভট্টাচার্যকে এবার গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে ছুটি বাতিল বলে সূত্রের খবর।