নিজস্ব সংবাদদাতাঃ পরিবেশবিদ তপন দত্ত খুনের মামলার তদন্তে সিবিআইয়ের উপরই আস্থা রাখল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ সাফ জানিয়ে দিল, সিআইডি বা রাজ্য পুলিশ নয়, যেভাবে সিবিআই এই মামলার তদন্ত করছিল, সেভাবেই কাজ করবে। এর আগে তপন দত্ত হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশের বিরোধিতায় সিআইডি-কে দিয়ে তদন্তের আবেদন জানিয়ে অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন ও রাজ্য সরকার পাল্টা ডিভিশন বেঞ্চে যায়। শুক্রবার ডিভিশন বেঞ্চের রায়ে সেই মামলাটি খারিজ হয়ে গেল।