বাধা পেয়ে নদীতে হাতির পাল

author-image
Harmeet
New Update
বাধা পেয়ে নদীতে হাতির পাল

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর : দুই জেলার হুলা টিম ও মানুষজনদের তাড়ায় নদীতে হাতির পাল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালেও পথ ছাড়েনি কেউ। মেদিনীপুর সদরের চাঁদড়া রেঞ্জের জঙ্গল থেকে হাতির পালকে কংসাবতী নদী পার করে ঝাড়গ্রামের মানিকপাড়া পাঠাতে উদ্যোগী হয় স্থানীয় মানুষজন ও হুলা টিমের সদস্যরা। 





রাতে কংসাবতী নদীতে হাতির পাল পৌঁছালে মানিকপাড়া বন দফতরের হুলা টিমের সদস্যরা বাধা দেয়। এভাবে দুই জেলার হুলা টিমের সদস্যদের ঘেরাটোপে রাত থেকে দুপুর পর্যন্ত মেদিনীপুর সদরের চাঁইপুরে কংসাবতী নদীর কাশবনে দাঁড়িয়ে তিরিশটি হাতির পাল। ওই দলে থাকা তিনটি হাতি নদী পেরিয়ে মানিকপাড়ার রমরমার জঙ্গলে প্রবেশ করে।