নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে রাশিয়ার ভূখণ্ড দখল ও সংযুক্তিকে কখনোই স্বীকৃতি দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তিনি তিনবার ‘কখনও না’ উচ্চারণ করে হুঁশিয়ারি দেন। শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণার আগেই এমন মন্তব্য করলেন বাইডেন। এমন বাস্তবতায় পুতিন আজ শুক্রবার মস্কোর স্থানীয় সময় বিকেল ৩টায় ভাষণ দিতে যাচ্ছে বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এনিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি এই বিষয়ে স্পষ্ট করতে চাই যে ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডে রাশিয়ার দাবিকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র।’