নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের কাছ থেকে দখলকৃত চারটি অঞ্চলে কথিত গণভোট চালিয়ে সেগুলোকে নিজ দেশের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। তবে এই চার অঞ্চলের একটি ডনেস্কের ৪০ ভাগ এলাকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। দিমিত্রি পেসকভ বলেন, 'পুরো ডনেস্কের নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে হবে।'